এই মধুতে হালকা ঝাঁঝ থাকে। মদো গন্ধ হয়। এই মধু পাতলা হয়। ফেনা হয় এই মধুতে। মধু ফ্রিজে রাখবেন না। মাঝেমধ্যে ঢাকা খুলে বাইরের রোদ-বাতাস লাগাবেন। ফুলের পরাগ থাকায় মধুর মুখে লাল পরত পড়তে পারে, এটা ক্ষতিকারক নয়। পার্সেল ছাড়ার সময় ৭/৮ দিন। পার্সেল ওপেনিং ভিডিও করবেন অবশ্যই।
Weight
⭕ আমাদের কাছে পাবেন সুন্দরবনের জঙ্গলের চাকের মধু। এটি সিজন হিসেবে খোলসে ফুল থেকে মিশ্র ফুলের হতে পারে। কেওড়া ফুলের মধু মিশ্রিত থাকলে হালকা টকশি হতে পারে।
⭕ মধুর মধ্যে ফুলের পরাগ থাকায় মুখের কাছে লাল পরত পড়তে পারে।
⭕ সম্পূর্ণভাবে খাঁটি এবং Raw এই মধু। মাঝেমধ্যে ঢাকা খুলে হালকা রোদ খাইয়ে নেবেন, তাহলে কোন ভ্যাপসা গন্ধ আসবে না।
⭕ সুন্দরবনের জঙ্গলের চাকের মধু বাজারজাত সব মধুর থেকেই আলাদা হয়। এ ব্যাপারে বলতে গেলে প্রতিটা ফুলের মধুই তো আলাদা হয়। সুন্দরবনের জঙ্গলের চাকের মধুতে জলীয় বাষ্প থাকায় ফেনা হয়, তাই বাটিতে বসিয়ে খুলুন, থিতিয়ে যেতে দিন, দরকারে ফ্যানের তলায় বসিয়ে রাখুন। ফেনা ফেলবেন না, ওটা মধুর রঙে এসে যাবে থিতিয়ে গেলে। এই মধুতে ফুলের তারতম্যে কেওড়া ফুলের মধু মিশে গেলে, একটা টকশি ভাব আসতে পারে। একটা ঝাঁজ থাকে, হালকা মদো গন্ধ থাকে।
❌ মধু কোনোভাবেই ফ্রিজে রাখবেন না।
এটা শুধুমাত্র মধু নয়, সর্দিকাশির অব্যর্থ ওষুধ। এটা ইমিউনিটি ও বাড়ায়। আমাদের বাড়ির চারটে বাচ্চা গত কয়েক বছর ধরে শীতকালভর এবং দরকারমত অন্য সময়েও এই মধু খেয়ে আসছে। খুব উপকার পেয়েছে।
4years age bajar theke kena madhu k jol bati te bosiye rakhte hotou....4 years dhore kono kichu charai rakha jay ...bojhai jache Ruby r Madhu purity kotota.....4years dhore Ghee Madhu diye pathchola r suru akhon oneek rokom aachar, khud, daal saabai swadolbole jog diyeche🥰
One of the best pure honey.
Sordi kashite besh bhalo
আমি মধু নিয়েছিলাম। এই মধু যে খাঁটি, এটা গন্ধ থেকেই বুঝতে পারবেন। হালকা ঝাঁঝালো একটা অদ্ভুত ঘ্রাণ। তারপর জিভে ঠেকালে একদম চাকভাঙ্গা মধুর স্বাদ। আর উপকারিতা বুঝতে পারবেন তিন-চার দিন খাওয়ার পর থেকে। হাইলি রেকমেন্ডেড।
Ami atokal modhu mane Dabur honey I jantam,ruby r kache bujhlam modhur mane ki ??? Jara ekhno khan ni Tara Janey ni modhu ki hy.as a genuine customer taste once and see the utility of original honey
এই মধু হচ্ছে আমাদের বাড়ির সব্বার প্রয়োজনীয় জিনিস। গোটা শীতকাল ঠান্ডা লাগার হাত থেকে বেঁচে ছিলেন আমরা সবাই।
এই নিয়ে দ্বিতীয়বার মধু নিলাম। খুব ভাল মধু।
এই মধুর গুনগত মান নিয়ে আমার বলার কিছুই নেই। শুধু সবাইকে রেকমেন্ড করব, একবার নিন এবং সর্দিকাশির সময় খেয়ে দেখুন। দারুন উপকার পাবেন।
Subscribe to Our Newsletter
Jaynagar, South 24 Parganas
+91 7908342312
skruby001@gmail.com
©2024 Ruby's Collection All rights reserved | Designed and developed by Code LogiTech