গুড় অবশ্যই ফ্রিজে রাখবেন। জল লাগাবেন না, এঁটো করবেন না... চেষ্টা করুন স্টেনলেস স্টিল, কাঁচের পাত্রে সংরক্ষণ করতে। ফ্রিজে ২/২.৫ মাস রাখুন। পার্সেল ছাড়তে ১২/১৪ দিন সময় লাগতে পারে, যেহেতু গুড় সীমিত উৎপাদনের। গুড় প্রাকৃতিক চিনি, দীর্ঘদিন রাখলে মিছরির মতো দানা জমতে পারে... গুড় যদি কোনোভাবে মেতে/গন্ধ হয়ে ওঠে, একটু জ্বাল করে নেবেন।
Weight