একটু অন্যরকমের আচার এটি। তেলেরই আচার, টক-ঝাল স্বাদ। এই আচারের আম সহ তেল দিয়ে মুড়ি মাখা বলুন বা সবজি-ডাল পাতে খাওয়া বলুন, দারুণ লাগে। কাঁচা সর্ষের তেল দিয়ে রোদ্দুরে দেবেন, অনেক মাস ভালো থাকবে। এঁটো করবেন না, জল ফেলবেন না আচারে। পার্সেল ওপেনিং ভিডিও ছাড়া কোনো অভিযোগ গ্রহণ সম্ভব নয়।
Weight